“অদৃশ্য ভাইরাসের কবলে”


অদ্ভুত আঁধারে ডুবেছে আজ সারা দুনিয়া,
অদৃশ্য স্পর্শহীন করোনা আক্রমণে
পড়েছে মানুষ মৃত্যুর কোলে ঢলিয়া।

নাই কোন নিরাময়, নাই কোন প্রতিকার,
নিরবে কাঁদিছে মানুষ শুধু চারিদিকে হাহাকার।

দয়াময় দয়া করো মানুষেরে- করেছে যত পাপ।
ভুলে দাও যত ভেদাভেদ হিংসা-বিদ্বেষ
হই যেন নিষ্পাপ।