অজানা দিগন্ত


একাবিংশ শতাব্দীতে এসেছ তুমি 
মৃত্যু-দূত হয়ে করিছো জীবন নাশ।
দেশে দেশে কাঁদিছে মানুষ হেরিয়া 
কত লাশ।

আতংকিত হয়ে অন্œ বিহনে
করেছে গৃহবাস।
জানি না এর সমাধান কোথায়? 
কতদিন ভুগিবে এ জাতি?
অজানা দিগন্তে ভাসিছে মানুষ
কবে যাবে এ ত্রাস।

হবে কি কোন প্রতিকার?
করিছে কি সৃষ্টি, নাশিবারে এ ভাইরাস?
বুকভরা আশা নিয়ে দু’হাত তুলে 
কাঁদিছে তোমারই সৃষ্টি।
আর ফিরায়ে না মোদের, দূর করে
দাও জগতের এ অনাসৃষ্টি।

এ.আর. চৌধুরী
সৈয়দপুর, নীলফামারী।