জাতির কলংক
যারা কেড়ে খায়, অন্নহীনদের মুখের গ্রাস
তারাই এঁকেছে জাতির কলংক, তাদের জন্য এত সর্বনাশ।
পাপ পঞ্চিকলতার আবর্তে ঘুরিছে জাতি
আসিবে কি কোনদিন বোধদয়?
পূবাকাশে উঠিবে কি আলোর রশ্মি?
সব জঞ্জাল মুছে ফেল হে দয়াময়।
আর কত প্রাণ দিতে হবে অদৃশ্য করোনায়,
থামাও এবার তোমার সর্বানাশা খেলা
তোমার প্রিয় সৃষ্টি আজ বিপন্ন প্রায়।।
এ.আর. চৌধুরী
সৈয়দপুর, নীলফামারী।





0 Comments