শিশুর কান্না


শিশুটি কাঁদছে দু’হাত বাড়ায়ে
মায়ের কাছে যাব বলে।
মা যে তার করোনায় আক্রান্ত-
হৃদয় ভেঙে যায়, কি করিবে সে-
বুঝায় তারে নানা ছলে।

দাদী যে তার কত পেরেশান
নিরত করে তার খেলার পুতুল দিয়ে,
তবুও তার কান্না থামে না
কি করিবে?  কি বুঝাবে তারে?
অশ্রƒ আসে গন্ড বেয়ে।

কত জ্ঞানীজন, সুধী মহাজন
করিবে কি এর সমাধান?
হৃদয়ের আকুতি ¯েœহ্নের পরশ
টুটে দিয়ে সব বন্ধন।

এস সবে মিলে করি প্রার্থণা 
খোদা তুলে নাও এ অভিশাপ।
তোমারই সৃষ্টি বিপন্ন আজি 
মুছে ফেল সব পাপ।


এ.আর. চৌধুরী
 সৈয়দপুর, নীলফামারী